চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৭

আজাদী অনলাইন | সোমবার , ১৫ আগস্ট, ২০২২ at ১২:২৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১২৫ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৬০ শতাংশ। সোমবার (১৫ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এতে নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন মহানগর এলাকায় এবং ৩ ফটিকছড়ি ও ১ জন রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৬৭৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৭৯১ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৮৪জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করতে হবে
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা