নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করতে হবে

চবিতে উদীচীর আলোচনা সভায় মুনতাসীর মামুন

| সোমবার , ১৫ আগস্ট, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজন করেছে বিশেষ আলোচনা সভা। ‘বাহাত্তরের সংবিধান ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শিরোনামে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরি মিলনায়তনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো একটি অসাম্প্রদায়িক ও সকল ধর্ম-বর্ণের মানুষের সম্প্রীতির বাংলাদেশ। তাঁর এই স্বপ্নকে নস্যাৎ করতেই আন্তর্জাতিক মদতে দেশীয় ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাঁকে। শুধু তাই নয়, পরিবারের সকল সদস্যকেও হত্যা করা হয়েছিলো। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করতে হবে নতুন প্রজন্মকে।

তাঁর সাহস ও স্বপ্নকে লালন করতে ব্যর্থ হলে দেশ সঠিক পথে অগ্রসর হতে পারবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। সভায় সভাপতিত্ব করেন চবি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও উদীচীর সহ-সভাপতি জি এইচ হাবীব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদার জন্মদিন পালনে কাল বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৭