মৃত্যুশূন্য একদিন পার না হতেই গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন জেলার ও দুজন নগরীর বাসিন্দা। এ নিয়ে গত ৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মাত্র ২৫ দিনে মোট ১১২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গত বছরের ৩ এপ্রিল থেকে চলতি মাসে ১০৮ জনসহ চট্টগ্রামে করোনায় মোট ৫০৮ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন ৪ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ জন। ১ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ২০৫ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৪৯ হাজার ৫৪৫ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৯ হাজার ৭৪৩ জন ও জেলার ৯ হাজার ৮০২ জন। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ৫০৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে মহানগরীর ৩৭৭ জন ও জেলার ১৩১ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ টিসহ এ পর্যন্ত মোট ৪ লাখ লাখ ৩২ হাজার ৩৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত ২০৫ জনের মধ্যে ১৬৪ জন নগরী ও ৪১ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তথ্য মতে, এখন পর্যন্ত বয়সভিত্তিক হিসেবে দশ বছরের কম বয়সী শিশুরাই করোনায় সবচেয়ে কম আক্রান্ত হচ্ছেন। আর ৩১ থেকে ৪০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। দশ বছরের কম বয়সীরা ২.৫০ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীরা ৭.৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীরা ১৯.৬২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ২৩.৫৫ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১৮.৪৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ১৫.২৩ শতাংশ ও ষাটোর্ধ্বরা ১৩.৫৪ শতাংশ হারে আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।