চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৮, একজনের মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ৯:৩৩ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৪ শতাংশ। এইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্ত হওয়া ৮ জনের মধ্যে ২ জন মহানগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণ করা ১ জন উপজেলার বাসিন্দা।-বাংলানিউজ

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২২২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৬৩ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৫৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৩ জনের মধ্যে ৭২২ জন মহানগর এবং ৬০১ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেনে কঠিন চীবর দনোৎসব অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপিস্তল হাতে ছবি ভাইরাল হওয়া সেই রোহিঙ্গা ডাকাত গ্রেফতার