চট্টগ্রামে এমবিবিএস ফাইনালে পাসের হার ৭০ শতাংশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৫:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত চট্টগ্রাম বিভাগের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। চবি মেডিসিন অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন বলে জানান তিনি।
মেডিসিন অনুষদ সূত্রে জানা যায়, চবির অধীন সবকয়টি মেডিকেল কলেজের মোট ১ হাজার ২০৫ জন পরীক্ষার্থী এবারের এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নেন। এর মাঝে পাস করেছেন ৮৪০ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার প্রয় ৭০ শতাংশ।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বেশ কয়েকবার পিছিয়ে শেষ পর্যন্ত গত ১৬ আগস্ট এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শুরু হয়। ২৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। গতকাল ফল প্রকাশিত হলো।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধআফ্রিদিকে ছাড়িয়ে চূড়ায় সাকিব