মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২৬ মার্চ শুক্রবার ভোর ৬টায় পতেঙ্গা সী বীচ থেকে তিন ক্যাটাগরিতে সাইক্লিং প্রতিযোগিতা সম্পন্ন হয়। পুরুষদের ১০০ কিলোমিটার ও মহিলাদের ৬০ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতা চলাকালে দর্শকরা তা উপভোগ করেন। প্রতিযোগিতায় মহিলাদের ইভেন্টে ১ম স্থান লাভ করেন সাদিয়া সিদ্দিকি, ২য় শবনম আক্তার ও ৩য় স্থান লাভ করেন দোলা বড়ুয়া। পুরুষদের ১০০ কিলোমিটার এমটিবিতে ১ম স্থান পান মো. দেলোয়ার হোসেন, ২য় স্থান পান খন্দকার আফনান ও ৩য় স্থান লাভ করেন শেখ নাহিদ উদ্দিন। ১০০ কিলোমিটার রোড বাইকে ১ম স্থান লাভ করেন আদনান রহমান, ২য় রাফাত মজুমদার ও ৩য় হন মো. আলাউদ্দিন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. হাফিজুর রহমান, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সাইক্লিং কমিটির সাধারণ সম্পাদক মো.আবু হেনা মোস্তফা কামাল (টুলু) সহ সাইক্লিং কমিটির কর্মকর্তারা।