চট্টগ্রামে নতুন করে আরো ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯২৭ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৬৯ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১৬ জন রোগী। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা যায় ২১ জন। চলতি অক্টোবরে মারা গেছে আরও ৯ জন।












