চট্টগ্রামে আরো ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৯২৭ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৬৯ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১৬ জন রোগী। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা যায় ২১ জন। চলতি অক্টোবরে মারা গেছে আরও ৯ জন।

পূর্ববর্তী নিবন্ধ২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন
পরবর্তী নিবন্ধজহির উদ্দিন বাবর আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য মনোনীত