চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২ রোগীর মৃত্যু হয়েছে। দুজনই নগরীর বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০১ জনে। এর মধ্যে ৭১৮ জন নগরীর ও ৫৮৩ জন উপজেলার বাসিন্দা। এদিকে একই সময় চট্টগ্রামে আরো ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় ১ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামের সিভিল সার্জন গতকাল শুক্রবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।
নতুন শনাক্ত ২৮ জনের মধ্যে নগরীর ২৩ জন এবং উপজেলার ৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৫২ জনে। এর মধ্যে ৭৩ হাজার ৬৯৪ জন নগরীর বাসিন্দা ও ২৮ হাজার ৫৮ জন উপজেলার। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানের ৪ জন ও বোয়ালখালীর ১ জন।