বন্দরে বিদেশি জাহাজের দুই নাবিকের মৃত্যু

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

বহির্নোঙরে অবস্থানরত একটি বিদেশি জাহাজের দুই নাবিক অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে আন্তর্জাতিক নিয়মে নিজ দেশ ইউক্রেনে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জাহাজটির স্থানীয় এজেন্ট। খবর বাংলানিউজের।
বন্দর ও চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এমভি এপি অ্যাস্টেরা বন্দরের আলফা অ্যাংকরেজ এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার নিজের কেবিন থেকে একজন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেকজন নাবিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে বোটে করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহাজটির স্থানীয় এজেন্ট শোরলাইন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসাইন টুটুল জানান, হঠাৎ অসুস্থ হয়ে বিদেশি জাহাজের দুই নাবিক মারা গেছেন। আন্তর্জাতিক নিয়মে মরদেহ ময়নাতদন্ত করে ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছি আমরা।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, একটি বিদেশি জাহাজের দুজন নাবিক আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন। বিষয়টি জাহাজটির স্থানীয় এজেন্ট দেখভাল করছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বালি উত্তোলনের ঘটনায় রুহুল্লাহ চৌধুরীর বক্তব্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ২ মৃত্যু, শনাক্ত ২৮