চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। দুইজনই চট্টগ্রামের বাসিন্দা। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৬২৯ জন। এর মধ্যে নগরীর ৪৪৮ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৮১ জন। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৫৯ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৬০ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৫৪ হাজার ৯২ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪২ হাজার ৯৪৮ জন ও জেলার ১১ হাজার ১৪৪ জন।সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬৯ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৮ জন নগরীর ও জেলার ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ১৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে নগরীর ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৩ জন ও জেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজে ৬ টি নমুনা পরীক্ষা হয়। তবে এ ল্যাবে একজনেরও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। শেভরণে ৪৯ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২ জন ও জেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৮ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আরটিআরএল চট্টগ্রামে ২৬ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রামে ১৪ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এপিক মেডিকেল কেয়ারে ৩ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল সোমবার এসব তথ্য নিশ্চিত করেন।












