চট্টগ্রামে আরও একজনের মৃত্যু

নতুন শনাক্ত ১১৬

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ মে, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি জেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৬০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ৪৩৮ জন ও জেলার ১৭১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১২টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৬৯ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪২ হাজার ৩৮৬ জন ও জেলার ১০ হাজার ৭৮৩ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৬০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫৩ হাজার ১৬৯ জন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৭ জন ও জেলার ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২০ জন ও জেলার ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৫ জন ও জেলার ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১৭০টি নমুনা পরীক্ষা হয়।
এর মধ্যে নগরীর ১৯ জন ও জেলার ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে জেলার ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শেভরণে ১৯৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ২ জন ও জেলার ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ১৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল শনিবার এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধশনাক্ত কমেছে বেড়েছে মৃত্যু
পরবর্তী নিবন্ধকয়েকশ কোটি টাকার মাছ উৎপাদনের সম্ভাবনা শেষ