চট্টগ্রামে আফ্রিকা ফেরত দুই জনের হদিস নেই

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আফ্রিকা ফেরত ২ জনের খোঁজ পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ। বিমানবন্দরে তাদের (ফেরত দুই যাত্রীর) প্রদত্ত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি। এক জনের মোবাইলে সংযোগই পাওয়া যাচ্ছে না। অপর একজনের নম্বরে কল গেলেও তাকে ট্রেসিং করা সম্ভব হয়নি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ পর্যন্ত ৫ জন আফ্রিকা ফেরত যাত্রীর খোঁজ নিতে ঢাকা থেকে আমাদের বলা হয়েছে। এর মধ্যে ৩ জনের সাথে আমরা কথা বলেছি। বাকি ২ জনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের কোন ধরণের খোঁজ পাচ্ছি না।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, খোঁজ পাওয়া ৩ জনের মধ্যে একজনের আফ্রিকা থেকে আসার পর এরই মধ্যে ১৪ দিন পার হয়ে গেছে। আরেক জন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা; এসেছেন ৯ দিন আগে। আসার পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তাকে আরো ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। অপর একজনের ঠিকানা সাতকানিয়ার হলেও তিনি বর্তমানে ঢাকায় থাকেন। ফিরে আসার পর থেকে তিনি ঢাকাতেই আছেন। আর খোঁজ না পাওয়া ২ জনের মধ্যে একজনের ঠিকানা বোয়ালখালী উল্লেখ রয়েছে। তিনিসহ মোট ২ জনের কোন হদিস পাওয়া যায়নি বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
উল্লেখ্য, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ বতসোয়ানায়। এরপর দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসের নতুন এ ধরনকে (ওমিক্রন) এরইমধ্যে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ। তবে উদ্বেগ থাকলেও বাংলাদেশ এখনো পর্যন্ত নিষেধাজ্ঞার পথে হাঁটেনি। যদিও আফ্রিকা ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিতের বিষয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট সব বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্র ছিনতাই
পরবর্তী নিবন্ধশুধু ঢাকায় নয়, সারাদেশে হাফ ভাড়া কার্যকরের দাবি