চট্টগ্রামে আজ রাজপথে থাকবে আওয়ামী লীগ

‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য’

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

বিএনপি জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ সারাদেশের মতো চট্টগ্রামেও আওয়ামী লীগ আজ রাজপথে থাকবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উত্তর জেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আজ বিকাল ৩টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপির যে কোনে ধরনের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাজপথে সর্তক থাকবে।
এদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার দোস্ত বিল্ডিং চত্বরে বেলা আড়াইটায় গণজমায়েত ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেন, বিএনপি জামায়াত জোট, নির্বাচিত সরকারকে হটিয়ে, দেশজুড়ে ১০ ডিসেম্বর একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে চট্টগ্রাম উত্তর জেলা আওযামী লীগ গণ জমায়েত ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ওই রাতে চট্টগ্রামে আলমাস সিনেমা হলের সামনে বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এই ঘটনায় ৪০ জনকে আসামি করে পুলিশ মামলা করে। এই ঘটনায় বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপার্টি অফিসে বোমা রেখে সমাবেশের ঘোষণা বিএনপির সন্ত্রাসী পরিকল্পনারই প্রমাণ
পরবর্তী নিবন্ধইতিহাস গড়ার দিন আজ