চট্টগ্রামে আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সাগরে লঘুচাপ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে চট্টগ্রামসহ ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচীনা নাগরিকদের জন্য আনা মদ নিয়ে যা ঘটল
পরবর্তী নিবন্ধফেরি সার্ভিস চালুর টেন্ডারে যাচ্ছে সওজ