বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭) উপলক্ষে ১১ ফেব্রুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে বাছাই কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম জেলায় বসবাসরত খেলোয়াড় যাদের জন্ম ১.১.২০০৬ হতে তদুর্দ্ধে তাদের ঐ দিন সকাল ৯টায় বয়স প্রমাণের জন্য পিএসসি, জেএসসি ও জন্ম নিবন্ধনের মূল কপি, ২ কপি পি পি সাইজের ছবি ও খেলার সামগ্রী (বুট)সহ উপস্থিত থাকার জন্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ ২০২১ ও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২২ এবং এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর জন্য বাফুফে এ বয়সভিত্তিক দল গঠন করবে। পরে বাছাইকৃতদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ হবে। প্রেস বিজ্ঞপ্তি।