চট্টগ্রামের যাদের নাম রয়েছে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নামের তালিকায় চট্টগ্রাম থেকেও অনেকের নাম রয়েছে। শিক্ষাবিদ, সাবেক সচিব ও আইনজীবী মিলে বেশ কয়েকজনের নাম রয়েছে প্রকাশিত তালিকায়।
বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গ এসব নাম প্রস্তাব করেছেন। গতকাল সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়।
সার্চ কমিটিতে আসা ৩২২ জনের নামের তালিকায় চট্টগ্রাম থেকে যাদের নাম রয়েছে তারা হলেন অধ্যাপক আবদুল মান্নান, সাবেক সেনা প্রধান হারুনুর রশিদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম, অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসী, ড. তোফায়েল আহমেদ, প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম, প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত, শাইখুল হাদীস আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি, অ্যাডভোকেট আবুল হাশেম ও মো, সাইফুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা, একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনতুন ইসির জন্য ৩২২ জনের নাম প্রকাশ