‘চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই’

এম এ মালেককে লায়ন শাহ আলম বাবুলের সংবর্ধনা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক বলেছেন, রাষ্ট্রের দেয়া সম্মান এবং চট্টগ্রামের মানুষের ভালোবাসার ঋণ এক জনমে শোধ করা যাবে না। তিনি নিজের একুশে পদক চট্টগ্রামের মানুষকে উৎসর্গ করে বলেন, জীবনের বাকি দিনগুলোও চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
এম এ মালেক গত বৃহস্পতিবার রাতে তাঁর সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক অর্জন করায় তাঁকে সংবর্ধনা প্রদান করেন প্রাক্তন গভর্নর লায়ন শাহ আলম বাবুল, লেডি পিডিজি লায়ন এইচকে পারভিন পরিবার।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ৩১৫-বি৪ এর গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, সদ্য প্রাক্তন গভর্নর লায়ন সুকান্ত ভট্টাচার্য, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. এম মহিউদ্দীন চৌধুরী, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দিন ভূইয়া, প্রফেসর এম জে এস কামাল উদ্দিন চৌধুরী, লায়ন এস এম শামসুদ্দীন, লায়ন সিরাজুল হক আনসারী, বিসিবি পরিচালক পিডিজি লায়ন মনজুর আলম মনজু, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, জিএলটি ডিসট্রিক্ট কো অর্ডিনেটর লায়ন মো. ওসমান গণি, জিএসটি লায়ন জি কে লালা, জিএমটি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, এলসিএফ ডিসট্রিক্ট কো অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান, কনভেনশন চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, লায়ন আবু মোর্শেদ, লায়ন মোসলেহ উদ্দিন অপু, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন ড. আবদুল্লাহ আল হারুন, লায়ন মো. আলি, লায়ন রাজিব সিংহ, লায়ন মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন সিলভেস্টার বার্নাডেট, লায়ন ড. দেভাশীষ, লায়ন নিশাত ইমরান, লায়ন আবিদা মোস্তফা প্রমুখ। দ্বিতীয় পর্বে লায়ন্স ক্লাব অব চিটাগং রোজ ভ্যালির পক্ষে পিডিজি লায়ন এম এ মালেককে সম্মাননা স্মারক দেওয়া হয়। স্মারকটি পাঠ করেন লায়ন মো. শহীদ সরওয়ার ম্যাঙ্মি। এতে আরও উপস্থিত ছিলেন লায়ন ফাতেমা রহমান সানজী, লায়ন শওকতুল ইসলাম, লায়ন খালেদা জেসমিন নুর, লায়ন আমিনা সুলতানা ডলি, লায়ন রোকেয়া শিরিন, লায়ন এডভোকেট জাহাঙ্গীর আলম, লায়ন রাকিব উদ্দিন চৌধুরী, লায়ন অনিমেষ রায় চৌধুরী, লায়ন আরফান আলি, লায়ন তোফিক নুরসহ ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে লায়ন এম এ মালেক বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের জাতীয় পতাকা এনে দিয়েছেন। সে পতাকা কফিনে নিয়ে আমি শেষ গন্তব্যে যাব। এটাই আমার সর্বশ্রেষ্ঠ পাওনা। ১৯৬০ সাল থেকে জীবনের পুরোটা সময় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। জীবনের বাকি দিনগুলোও যাতে সুস্থ শরীরে মানুষের কল্যাণে কাজ করতে পারি সকলের কাছে সেই দোয়া ও প্রত্যাশা করছি।

পূর্ববর্তী নিবন্ধরুশ সেনাদের প্রধান লক্ষ্য এখন পূর্ব ইউক্রেন দখল
পরবর্তী নিবন্ধচাইলেই মিলছে আইনি সহায়তা