চট্টগ্রামের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় গতকাল বুধবার বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চবি প্রতিনিধি জানান, চবি প্রশাসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বাদ জোহর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেন, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, চাকসু ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হল সংসদসমূহের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, চবি কর্মকর্তাকর্মচারীবৃন্দ এবং সর্বস্তরের জনগণ। গায়েবানা জানাজা নামাজ ও দোয়ামোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজান উপজেলায় বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজার আয়োজন করেছে। গতকাল বুধবার বাদে আছর উপজেলার উত্তর ও দক্ষিণ প্রান্তে জানাজা দুটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাউজানের নোয়াপাড়া কলেজ মাঠ (দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার) ও উপজেলা সদরের মুন্সিরঘাটা দলীয় অফিসের সামনের চার লেইন রাঙামাটি সড়কে (দলের ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী) অনুসারীগণের আয়োজনে জানাযা অনুষ্ঠিত হয়। মুন্সির ঘাটায় জানাজায় ইমামতি করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মুহাম্মদ নুরুল আলম। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহম্মদ মেম্বার, এ জে এম ইকবাল হাসান, আবু জাফর চৌধুরী, ছৈয়দ মঞ্জুরুল হক, সাবের সুলতান কাজল, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, রেজাউল করিম আজম, নুরুল আবছার, করিম উদ্দিন, শাহা আলম মেম্বার, মুহাম্মদ শফি, মুহাম্মদ নুরুন্নবী, দিদারুল আলম, শাহাজান শাকিল, তসলিম উদ্দিন, শহিদুল হক সুমন, মোহাম্মদ আরিফ, রিয়াজ উদ্দিন প্রমুখ। নোয়াপাড়া কলেজ মাঠে গোলাম আকবর খোন্দকার অনুসারীদের আয়োজনে জানাজায় ইমামতি করেন কলেজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ছগির। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মো. আনোয়ার হোসেন, পৌরসভা বিএনপি নেতা আবু মোহাম্মদ, ইফতেখার উদ্দিন খান, শফিউল আলম চৌধুরী, নাসিম উদ্দিন চৌধুরী, এইচএম নরুল হুদা, মুরাদুল আলম, একরামুল হক, জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, জিএম মোর্শেদ, শরাফত উল্লাহ বাবুল, নাসির উদ্দিন, ইকবাল হোসেন চৌধুরী, এন এ বাবুল, এমদাদুল হক, সিরাজ চেয়ারম্যান, আব্দুল মান্নান, দিদারুল আলম, জসিম উদ্দিন, মো. মাহবুব, কাজী মুর্শেদ, আনোয়ার হোসেন, ফোরকান শিকদার, মো. ইউনুছ, দিদারুল আলম, আবছারুজ্জামান, রহিমুদ্দিন ওয়াসিম, মহিউদ্দিন চৌধুরী, আওরঙ্গজেব সম্রাট, মোজ্জাম্মেল হক প্রমুখ।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মৃত্যুর সংবাদের পর কাদের নগরের নিজ বাসভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

গতকাল বুধবার বাদে যোহর উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মির্জা হোসাইনীয়া নূরানি মাদ্রাসা প্রাঙ্গণে পৃথক জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। একইভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ প্রাঙ্গণ ও খোলা মাঠে এই গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনসাধরণবৃন্দ। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ৩টায় ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে স্থানীয়দের উদ্যোগে মাওলানা মো. ইদ্রিসের ইমামতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিব উল্লাহ বাহার, মাবুদ মুন্সি, সৈয়দ জাহেদ উল্লাহ চৌধুরী, আহমদ রশিদ চৌধুরী, আব্দুল আজিজ, মাওলানা নুরুল আলম, জিয়াউল হাসনাত ফরহাদ, নাজিম উদ্দীন, আবুল বশর, মো. ইব্রাহীম সহ বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থেকে চুরি হওয়া প্রাইভেটকার কক্সবাজারে উদ্ধার
পরবর্তী নিবন্ধবাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথের’র অনিত্য সভা আজ ও কাল