বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রাম রীতিমতো উড়ছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে দলটি। উড়তে থাকা চট্টগ্রাম আজ ঢাকার মোকাবিলা করবে। আজ রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটা শুরু হবে দুপুর দেড়টায়। চট্টগ্রাম অনেক আগ থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ জিতলে প্লে-অফের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে দলটির। পাঁচ ম্যাচে তখন চট্টগ্রামের পয়েন্ট দাঁড়াবে ১০। চট্টগ্রামের হয়ে এখন পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, লিটন দাস, সৌম্য সরকাররা। এদিকে ঢাকাও ছন্দে ফিরেছে। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই হারা দলটি সর্বশেষ দুই ম্যাচে জিতেছে। জয় পাওয়া দুই ম্যাচের একটিতে ব্যাটিং দাপট দেখিয়েছে ঢাকা, অন্যটিতে বোলিং এ। পাঁচ ম্যাচের দুটিতে জয় পাওয়া ঢাকা এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে।