চট্টগ্রামের চার লেখককে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মাননা

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

লক্ষীপুর জেলা সাহিত্য সংসদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চট্টগ্রামের চার লেখককে সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। অনুষ্ঠান উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। সভাপতিত্ব করেন ডা. মো সালাহউদ্দিন শরীফ। বক্তব্য রাখেন কবি সৈয়দ আল ফারুক ও ছড়াকার জাকির হোসেন কামাল।

চট্টগ্রামের সম্মাননাপ্রাপ্তরা হলেন কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, কবি জিন্নাহ চৌধুরী, কামরুদ্দিন আহমদ ও হাবিব সাখাওয়াত। অনুষ্ঠান পরিচালনা করেন গাজী গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা, চট্টগ্রাম, ফেনী, সিলেট, গোপালগঞ্জ, কুমিল্লার প্রায় শতাধিক কবি লেখক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ৪ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ