আগামী ১২ অক্টোবর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণ-সমাবেশ লাখো জনতার সমাবেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম।
গতকাল শনিবার ফেনী শহরের তাকিয়া রোড়স্থ বিপিএস টাওয়ারে আগগামী ১২ অক্টোবর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ফেনী জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আগামী ১২ অক্টোবর গণসমাবেশ সফল করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান।
মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। দেশনায়ক তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গুম খুন করেছে আওয়ামী লীগ। এখন জনগণের দাবি আদায়ে যখণ বিএনপি আন্দোলন করছে তখনই আওয়াামী গুন্ডা ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। কিন্তু আমরা বলে দিতে চাই বন্দুকের নলের উপর ভরসা করে ক্ষমতা পাকাপোক্ত করা যাবে না। জনগণ এবার জেগে উঠেছে, কোন তালবাহানা আর চলবে না।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ।
বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, শামসুদ্দিন খোকন চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা মৎসজীবী দলের সভাপতি জহির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন।