চট্টগ্রামের খেলাধুলায় বিপ্লব ঘটাতে চায় মুক্তিযোদ্ধা সংসদ

ক্লাবের ক্রিকেট কমিটির পরিচিতি ও জার্সি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধারা শুধু যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। দেশের তরুণ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের কথা জানতে পারে এবং বিপথে না যায় সে জন্য ক্লাবও প্রতিষ্ঠা করে গেছেন। আর সে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দেশের খেলাধুলায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। চট্টগ্রামেও তার ব্যতিক্রম নয়। চট্টগ্রামে রয়েছে মুক্তিযোদ্ধার দুটি ক্লাব। এর দুটি ক্লাবের একটি প্রিমিয়ার ফুটবলে আর অন্যটি প্রিমিয়ার ক্রিকেটে খেলছে। শুধু যে খেলছে তা নয়। এই দল দুটি একেবারে উপরের দিকেই অবস্থান করে। বীর মুক্তিযোদ্ধারা এখন বয়সের একেবারে শেষ লগ্নে। তাইতো তারা এই ক্লাব গুলো তুলে দিতে চায় নতুন প্রজন্মের হাতে। যারা মুক্তিযোদ্ধার সন্তান। তেমনই কিছু উদ্যমী তরুণকে নিয়ে গঠন করা হয়েছে এবারের মুক্তিযোদ্ধা সংসদের ক্রিকেট কমিটি। যার নেতৃত্বে রয়েছে আখতার পারভেজ হিরো, সৈয়দ মোহাম্মদ তানসীর এবং রোরহানুল হাসান চৌধুরী সালেহীনের মত তরুণ তুর্কি। গত শনিবার রাতে নগরীর অভিজাত এক ক্লাবে এই কমিটির পরিচিতি এবং আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে দলের জার্সি উন্মোচন করা হয়। সে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বলেন এই তরুণদের হাতেই আমরা ক্লাব তুলে দিয়ে নিশ্চিন্তে থাকতে চাই। আমাদের বিশ্বাস এইসব তরুণরাই পারবে ক্লাব গুলোকে এগিয়ে নিয়ে যেতে এবং মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আকতার পারভেজ হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মো: মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ মোহাম্মদ তানসীর, ক্রিকেট কমিটির সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, কো চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাস বীর মুক্তিযোদ্ধাদের হাতে গড়া। সেই বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র গঠিত। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত বিভিন্ন ইভেন্টে সুনামের সাথে অংশ করে। ভবিষ্যতে যাদের হাতে এই ক্লাব দেখছেন তিনি তারা ক্লাবকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করেন। ক্লাবের তিন সিনিয়র কাউন্সিলর আবুল হাশেম, মোজাফ্‌ফর আহমদ এবং মশিউর রহমান চৌধুরী বলেন এই তরুণরাই আমাদের স্মৃতিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক বড় বড় ব্যক্তিত্ব এই ক্লাবের নেতৃত্ব দিয়েছেন। এখন নেতৃত্বের বাটন এই তরুণদের হাতে। তাদের দেখে আমাদের বুক গর্বে ফুলে যায়। আমরা আশাবাদি হই। আমরা এই তরুণদের এগিয়ে যাওয়ার পথে আমাদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাব।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাফিজুর রহমান, সৈয়দ আবু বশর, সাবেক সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ওয়াহিদ দুলাল, সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, মো: এনামুল হক, রেজিয়া বেগম ছবি, মোহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সদস্য সচিব কামরুল হুদা পাভেল সহ সিজেকেএস কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন দল ও সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্লাবের ক্রিকেট কমিটির যে সব কর্মকর্তা সমাজের বিভিন্ন স্তরে নতুন নেতৃত্ব লাভ করেছেন তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুর্বার তারুণ্য সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন