চট্টগ্রামেও রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর শপিংমল-মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে চট্টগ্রামেও রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রণোদনা দেয়ারও দাবি জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর একটি হোটেলে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান নগরীর বিভিন্ন মার্কেটের ব্যসায়ীরা। সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ছালেহ আহমেদ সুলেমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনছুর আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতি সিনিয়র সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন,
মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সহ সভাপতি মোস্তাক আহম্মদ, তামাকুণ্ডি লেন বণিক কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, তামাকুণ্ডি লেন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, বিপনী বিতান মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. সগির আহমদ, সরওয়ার কামাল, জসিম উদ্দিন, কামাল উদ্দিন-১, কামাল উদ্দিন-২, ফরিদ উদ্দিন, মোজাম্মেল হক, আবুল মনসুর, তৌহিদুল আলম, আবুল কাশেম, রিন্টু বড়ুয়া, মো. জামাল হোসেন, নাজিম উদ্দিন লিটন, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, উদ্দিন, বজলুর রহমান, মো. হানিফ, আনোয়ার হোসেন, ফারুক, ইমতিয়াজ, এমরান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমার্কেট খুলল, প্রথম দিনে ক্রেতা কম
পরবর্তী নিবন্ধ১১ ডিজিটে উন্নীত হচ্ছে ল্যান্ড ফোনের নম্বর