চট্টগ্রামেও জয়ের রাস্তায় থাকতে চায় সিলেট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:০৪ পূর্বাহ্ণ

এবারের বিপিএলের সবচাইতে সফল দলটির নাম সিলেট সিক্সার্স। ঢাকা পর্বে অন্য সব দল দুটি করে ম্যাচ খেললেও সিলেট খেলেছে চারটি ম্যাচ। আর চার ম্যাচের চারটিতেই জিতেছে মাশরাফিমুশফিকের দল। টানা পঞ্চম জয়ের খোজে আজ চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট। এই ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটর্স। যারা কিনা চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগের দিন একরকম উড়ে গেছে চট্টগ্রামের কাছে। তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে নাসির হোসেনের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সিলেটঢাকা ম্যাচটি।

বিপিএলের ঢাকা পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে, সাকিবের ফরচুন বরিশালকে ৬ উইকেটে, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে এবং ঢাকা ডমিনেটর্সকে ৬২ রানে হারায় সিলেট। এই চার ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স করেছে সিলেটের ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ রানের শীর্ষ দু’টি স্থানে রয়েছে সিলেটের তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। ৩ ইনিংস ব্যাট করে ৩টি হাফ সেঞ্চুরিতে ১৯৫ রান করেছেন হৃদয়। আর ৪ ইনিংস ব্যাট করে ১৬৭ রান করেছেন শান্ত। ১টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। শুধুমাত্র অধিনায়ক হিসেবেই নয়, বোলিং বিভাগেও সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

পূর্ববর্তী নিবন্ধনতুন সিনেমা নির্মাণ করবেন রোজিনা
পরবর্তী নিবন্ধশেখ কামাল বাংলাদেশ যুব গেমস চট্টগ্রাম বিভাগীয় পর্ব আজ শুরু