চট্টগ্রামকে হারিয়ে প্রথম জয় কুমিল্লার

ক্রীড়া প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরে দলটাও ভাল গড়েছিলেন। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই বিবর্ণ চ্যাম্পিয়নরা। আগের তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি কুমিল্লা। তবে শেষ পর্যন্ত এই চট্টগ্রামেই ধরা দিল কুমিল্লার অধরা থাকা সে জয়।

চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল ইমরুল কায়েসের দল। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে আগের ম্যাচে ঢাকাকে উড়িয়ে দেওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আবার বন্দী হয়ে পড়ল হারের বৃত্তে। নিজেদের মাঠে দুই ম্যাচেই হারল চট্টগ্রাম। পাঁচ ম্যাচের তিনটিতেই হারল চট্টগ্রাম। ফলে নক আউট পর্বে যেতে হলে এখন পরের ম্যাচ গুলোতে জয় ছাড়া আর কোন বিকল্প থাকবেনা চট্টগ্রামের জন্য। যদিও আগামী ২০ জানুয়ারি নিজেদের মাঠে শেষ ম্যাচটি খেলবে চট্টগ্রাম। সে ম্যাচে নিশ্চয় জয় নিয়ে চট্টগ্রাম ছাড়তে চাইবে চ্যালেঞ্জার্সরা।

আগের ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করা চট্টগ্রামকে দেখা যায়নি গতকাল। স্বল্প পুঁজি নিয়ে কত আর লড়াই করা যায়। তাইতো সেটা আর করতে পারেনি চট্টগ্রামের বোলাররা। ফলে পাঁচ ম্যাচের তিনটিতেই হারতে হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন কুমিল্লার দুই ওপেনার লিটন দাশ এবং মোহাম্মদ রিজওয়ান। মাত্র ৫.৫ ওভারে ৫৬ রান করে দুজন বিচ্ছিন্ন হলেও তাতে ৪০ রান লিটনের। ২২ বলের ইনিংসটিতে ৪টি চার এবং ৩টি ছক্কা মারেন লিটন। দ্বিতীয় উইকেটে রিজওয়ান এবং ইমরুল কায়েস যোগ করতে পেরেছে মাত্র ২৯ রান। ইমরুল ফিরেছেন ১৩ বলে ১৫ রান করে। সে ধাক্কা না সামলাতেই জনসন চার্লস ফিরেন রানের খাতা খোলার আগেই।

রিজওয়ানের সাথে যোগ দিয়ে খেলা শেষ করার পরিকল্পনাই যেন করছিলেন জাকির আলি। কিন্তু সেটা হতে দিলেননা জিয়াউর রহমান। জাকিরকে এলবিডব্লিউ করে ফেরান জিয়াউর। ২৩ বলে ২২ রান করেন তিনি। তবে অভিজ্ঞ এবং বিশ্বের অন্যতম সেরা টিটোয়েন্টি ব্যাটসম্যান রিজওয়ান দলকে নিয়ে গেছে জয়ের বন্দরে। তাও ১৫ বল হাতে রেখে। রিজওয়ান অপরাজিত ছিলেন ৩৫ বলে ৩৭ রান করে। চট্টগ্রামের পক্ষে ২টি উইকেট নিয়েছেন পুষ্পকুমারা।

পূর্ববর্তী নিবন্ধনিজের ‘মৃত্যুর খবর’ দেওয়ার পর হাসপাতালে তসলিমা নাসরিন
পরবর্তী নিবন্ধচবি শিক্ষক সমিতির দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন