চকরিয়া শেখ রাসেল স্কুলে সাংস্কৃতিক উৎসব

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চকরিয়া পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল স্কুলের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা জাফর আলম এমপি। স্কুলপ্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবের শেষদিনেও সভাপতিত্ব করেন শেখ রাসেল স্কুল পরিচালনা কমিটির সভাপতি তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।

বক্তব্যে এমপি জাফর আলম বলেন, আজ এই স্কুলটি ২২ বছর অতিক্রান্ত করেছে। যা দেখেই আমার বুকটা ভরে যাচ্ছে। এতোবছর স্কুলটির পরিচালনায় যারা ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সামনে এই স্কুলটি জেলায় সুনামের সাথে পাঠদান করবে। এই আশা আমার। এজন্য নতুন করে পরিচালনা পর্ষদকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে শহীদ শেখ রাসেলের নামের এই স্কুলটি শিক্ষার আলো ছড়াতে পারে।

স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জাফর আলমের সহধর্মিণী শাহেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়াপেকুয়া সার্কেল) মো. তফিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজজামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক সাহাব উদ্দিন, সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধরঘুনন্দন চৌধুরীর ৩৯৭তম আবির্ভাব উৎসব কাল থেকে