বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান

বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ আজিজ বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকার দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। তারা কখনো জনগণকে সঙ্গে নিয়ে এগোতে পারে না। তাই বিএনপির আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার আহবান জানান। গতকাল শুক্রবার বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ আজিজ এস্টেট প্রাঙ্গণে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত মহানগর পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব

কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনুর পরিচালনায় বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সহ সভাপতি মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, বিএনপি নেতা নেজাম উদ্দিন, তাজ

উদ্দীন, সরওয়ার মোল্লা, মো. বখতিয়ার, শাহনামা, মো. ইলিয়াছ সও, মো. আলাউদ্দীন, নেজাম উদ্দিন, সবুজ গাজী, মো. রাশেদ, মো. সোলাইমান, সাইফুল আলম, আরশাদ হোসেন, আজম উদ্দীন, মো. আরিফ, আবু রায়হান চৌধুরী, আব্দুর রহিম, নাসের উদ্দিন, মো. হোসেন, হাসান মাহমুদ, ফাতেমা কাজল পপ্রমুখ।

পতেঙ্গা থানা বিএনপি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত পদযাত্রা ও মিছিল সফল করার লক্ষ্যে পতেঙ্গা থানা, ৪০ ও ৪১নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ পতেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। পতেঙ্গা থানা বিএনপির দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা বিএনপির সভাপতি মো. নুরুল আবছার। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা, ৪০, ৪১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধচকরিয়া শেখ রাসেল স্কুলে সাংস্কৃতিক উৎসব