চকরিয়া থানা পুলিশের একমাসের বিশেষ অভিযান শুরু, ৮ ঘণ্টায় সাজাপ্রাপ্তসহ ২১ জন গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২০ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একমাসের বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ। অভিযানের প্রথম দিনে একটানা আট ঘন্টার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ২১ জন পলাতক আসামিকে। পুলিশের এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

গত রবিবার মধ্যরাত থেকে গতকাল সোমবার পর্যন্ত বিশেষ এই অভিযান পরিচালনা করা হয় উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায়।

থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার জানান, নানা কারণে কিছুদিন বন্ধই ছিল গ্রেপ্তার অভিযান। ইতোমধ্যে থানায় যোগ দিয়েছেন নতুন ওসি । তাঁর নেতৃত্বে একমাসের বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

তিনি আরো জানান ৮ ঘন্টার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ১১ জন, সিআর পরোয়ানাভুক্ত ৯ জন ও জিআর মামলার সাজাপ্রাপ্ত ১ জনসহ বিভিন্ন মামলার পলাতক ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে উপস্থাপন করা হলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালতের ম্যাজিস্ট্রেট।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একমাসের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সাধনপুরে ১ হাজার শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
পরবর্তী নিবন্ধঅবিলম্বে রেশনিং প্রথা চালুর দাবি ইমারত নির্মাণ শ্রমিকদের