অবিলম্বে রেশনিং প্রথা চালুর দাবি ইমারত নির্মাণ শ্রমিকদের

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২১ পূর্বাহ্ণ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) বায়েজিদ থানা শাখার সভায় বক্তারা অবিলম্বে শ্রমিক কৃষক গরিব মানুষের জন্য রেশনিং প্রথা চালু এবং অত্যাবশ্যকীয় পরিষেবা আইন পাশের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। এমনকি ডিম, কাঁচা মরিচের দাম পর্যন্ত সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।বাড়েনি শুধু শ্রমিকের বেতন। তাই নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক কৃষক গরীব মানুষের জন্য রেশনিং প্রথা চালুর দাবি জানান। জাতীয় নিরাপত্তার স্বার্থে বন্দর ও জ্বালানি তেল সেক্টর বেসকারী খাতে দেয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) বায়েজিদ থানা শাখার পক্ষ থেকে গত ২৩ জুলাই স্থানীয় অক্সিজেন মোড়ে একটি হলে শ্রমিক সমাবেশ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, ইনসাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম , জাহিদ উদ্দিন শাহীন, কহিনুর আক্তার কলি, মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে নির্মাণ শ্রমিকদের মাঝে সংগঠনের পক্ষ থেকে মশারি বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া থানা পুলিশের একমাসের বিশেষ অভিযান শুরু, ৮ ঘণ্টায় সাজাপ্রাপ্তসহ ২১ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে মুট কোর্ট প্রতিযোগিতা