কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাবেক আহ্বায়ক ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর মৃত্যুতে নতুন করে সেই পদে দায়িত্ব দেওয়া হয়েছে এনামুল হককে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সদস্যসচিব অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী; এস এম মঞ্জুর আলম ও সাইফুল ইসলাম সাবুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোপূর্বে গঠিত চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহজাহান চৌধুরী গত ২১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই কারণে কমিটি পুনর্গঠন করা হয়েছে।