কক্সবাজারের চকরিয়ায় পৌর শহরের চারটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন, নিষিদ্ধ ও ভেজাল ঔষুধ। এসব ঔষুধ মজুদের দায়ে চার ফার্মেসীকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া পৌর শহরের হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসিতে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান জানান, অভিযানকালে চারটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন, নিষিদ্ধ ও ভেজাল ঔষধ জব্দ করা হয়। এ সময় এসব ফার্মেসি মালিকের কাছ থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার জরিমানা আদায় করা হয়। ধ্বংস করা হয় জব্দকৃত ঔষুধগুলো। এই অভিযান অব্যাহতভাবে চলবে।