চকরিয়ায় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাড়ির চালার ওপর দিয়ে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়। তবে সবার অজান্তে সেই বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে টিনের সাথে বিদ্যুত ছড়িয়ে পড়ে। এই অবস্থায় বাড়ির চালায় কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় শাহারা বেগম (২৭) নামের এক গৃহবধূর।
গতকাল রোববার সকাল ৭ টায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চকরিয়ার কাকারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরিষদ পাড়ার বাসিন্দা মো. আসিফের বাড়িতে। মারা যাওয়া বধূ শাহারা আসিফের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৎ আদর্শিক নাগরিক রাষ্ট্রকে কল্যাণমূলক ধারণায় উপনীত করতে পারে
পরবর্তী নিবন্ধপটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের পরিবারের পাশে হুইপ সামশুল