চকরিয়ায় ফেসবুক লাইভে এসে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকিসহ গালি দেয়ার ঘটনা ঘটেছে। কয়েক মিনিটের এই ভিডিওটি ফেসবুকে দেখার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। এ পরিস্থিতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ফারুক হোসাইন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে চকরিয়া থানায় মামলা করেছে।
চকরিয়ার সাংসদ জাফর আলম বিষয়টি অবগত হয়ে উক্ত শিবিরকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেন।
পুলিশ জানায়, উক্ত শিবিরকর্মী ৩ মার্চ রাত দশটার পর নিজ বাড়িতে অবস্থান করে ‘সিকদারুল ইসলাম সাগর’ ফেসবুক আইডি থেকে উক্ত হুমকি দেয়। তার নাম মো. নুরুল আজাদ (২৬)। সে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া রাজধানী পাড়ার এনামুল হকের ছেলে। সে বর্তমানে কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের দৈনিক আজাদীকে বলেন, ‘ফেসবুক লাইভে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ গালি দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত শিবিরকর্মীকে গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন ।