কক্সবাজারের চকরিয়ায় ফুটবল খেলার অনুষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে খেলোয়াড়, রেফারি, খেলা আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। তন্মধ্যে ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ফুলতলা আবাসিক এলাকার মাঠে স্থানীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত মো. খোকনের বাবা শফিউল আলম বাদী হয়ে গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ জানান, ফুটবল খেলা উদ্বোধন অনুষ্ঠানে পৌরমেয়র আলমগীর চৌধুরীসহ অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর খেলা শেষে বিজয়ী দলের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় একদল সন্ত্রাসী। এ সময় খেলোয়াড়, রেফারি, আয়োজক কমিটির সদস্যদের ওপরও হামলা চালায় তারা।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।












