চকরিয়ায় নিহত পাঁচ ভাইয়ের পরিবারের পাশে সিপিবি

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। এসময় পার্টির পক্ষ থেকে অসহায় পরিবারগুলিকে অর্থ সহায়তা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার চকরিয়ার মালুমঘাটে নিহতদের বাড়িতে যান জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, পুলিন দে, ইমরান চৌধুরী, জয় বড়ুয়া, রানা বড়ুয়া প্রমুখ। সিপিবি নেতারা বলেন, একটি দুর্ঘটনা এ পরিবারের জন্য যে অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে তা কোনোদিনই পূরণ হবার নয়। বারবার সড়কে দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে- এর দায় রাষ্ট্র, প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। সিপিবি নেতারা নিহতদের স্ত্রীদের কর্মসংস্থান, পরিবারটির নিরাপত্তা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় দুই পা হারানো ট্রলি চালককে হুইল চেয়ার প্রদান
পরবর্তী নিবন্ধবেকার যুবকরা এখন হাঁস মুরগি পালনে আগ্রহী হয়ে উঠছে