বেকার যুবকরা এখন হাঁস মুরগি পালনে আগ্রহী হয়ে উঠছে

প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে এম পি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

চন্দনাইশে প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গত বুধবার আলোচনা সভা, পুরস্কার বিতরণী উপজেলা সদরস্থ কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো ‘দুধ, ডিম, মাংস খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান’। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলে বেকার যুবকরা এখন গরু, মহিষ, হাঁস মুরগি পালনে আগ্রহী হয়ে উঠছে। এতে অনেক বেকার যুবক এখন অর্থনীতিতে ভূমিকা রাখছে। এতে স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. আরিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রূপা, দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌরসভা আ.লীগের আহবায়ক এম. কায়সার উদ্দিন চৌধুরী, ছালেহ আহমদ কোম্পানী, মো. ফয়সাল, সুজন কান্তি রক্ষিত, সেলিম উদ্দিন। খামারিদের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল করিম রিপন। দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন প্রাণী, ওষুধসহ ৪০টি স্টল অংশগ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ খামারি, শ্রেষ্ঠ স্টলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় নিহত পাঁচ ভাইয়ের পরিবারের পাশে সিপিবি
পরবর্তী নিবন্ধআমার অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীকেও ঢুকতে হবে, পদ হারালেন সেই চেয়ারম্যান