চকরিয়ায় ট্রাক্টর চাপায় প্রাণ গেল বড় ভাইয়ের আহত ছোট ভাই

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৬ জুন, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নিজেদের জমিতে চাষ দেওয়ার জন্য ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন। ওইসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হওয়ায় হঠাৎ ট্রাক্টরটি উল্টে গেলে নিচে চাপা পড়ে দুই ভাই। চালকসহ অপর দুইজন লাফ দিয়ে প্রাণে বাঁচলেও চাপা পড়া দুই ভাইয়ের একজন ঘটনাস্থলেই প্রাণ হারায়। অপর ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা রাবার ড্যাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ জাহেদ (২৬)। আহত ছোট ভাইয়ের নাম মোহাম্মদ তৌহিদ (১৮)। তারা ওই এলাকার কৃষক জয়নাল আবেদীনের পুত্র। চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ট্রাক্টর নিয়ে দুই ভাই, চালকসহ চারজন মিলে নিজেদের জমিতে চাষাবাদের কাজে যাচ্ছিলেন। কিন্তু বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার শিকার হয় ট্রাক্টরটি। এতে ট্রাক্টরটি সড়কে উল্টে গেলে দুই ভাই নিচে চাপা পড়ে। তন্মধ্যে জাহেদ নামের একজন ঘটনাস্থলেই মারা যায়। অপর ভাইকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকসহ অপর দুইজন লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় ভিসা নবায়ন স্থগিত
পরবর্তী নিবন্ধকৌশলে বাড়ছে পণ্যের দাম বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন সুজন