চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সিএনজিচালিত টেক্সি ও ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে টমটম চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ সোসাইটি রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত রেজাউল করিম (৩০) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দিগরপানখালী গ্রামের মৃত আবু ছৈয়দ প্রকাশ ধলা মিয়ার পুত্র।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চালক রেজাউল করিম সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় যাচ্ছিলেন।
পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রেজাউল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজাউল। পরিবারে তার স্ত্রী, দুই সন্তান রয়েছে।