পার্বত্য জেলা বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়ার সংযোগস্থ চকরিয়া–ইয়াংছা সড়কে মুখোশ পরা সশস্ত্র ডাকাতদলের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন লক্ষ্মণ মোহন্ত নামের এক ব্যবসায়ী। এ সময় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করা হয় পেটে ও ঘাড়ে। এই অবস্থায় মোটর সাইকেল, নগদ টাকা ও মোবাইল লুটের পর তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় ডাকাতদল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গত বুধবার দিবাগত রাতে চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের নিভৃত–নিসর্গ বিনোদন পার্ক এলাকার অদূরে নির্জন সেগুনবাগান এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির কবলে পড়া লক্ষ্মণ মোহন্ত চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চিরিংগা হিন্দু পাড়ার বাসিন্দা। তিনি বান্দরবানের লামার ইয়াংছা বাজারে ফার্মেসী ব্যবসায়ী। তিনি বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো মোটর সাইকেলে করে ইয়াংছা বাজার থেকে সুরাজপুর হয়ে চকরিয়াস্থ বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে সুরাজপুরের নিভৃত–নিসর্গ বিনোদন পার্ক এলাকা পৌঁছলে একদল সশস্ত্র ডাকাত মুখোশ পরে তার গতিরোধ করে। এর পর তাকে নির্জন সেগুন বাগান এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও পেটে কোপায়। এর পর তারা নগদ টাকা, মোবাইল ও মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী লক্ষ্মণ মোহন্ত আরও বলেন, ঘটনার পর পরই আমি ক্ষত নিয়ে হেঁটে হেঁটে আবারও ইয়াংছা বাজারে গিয়ে পুলিশ ফাঁড়ি ও সেনাক্যাম্পে বিষয়টি জানাই। পরে স্থানীয়দের সহায়তায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হই। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজুসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে।












