কেন্দ্র থেকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলম এমপি ও পৌর আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম লিটুকে স্বপদে বহাল রাখায় তাঁদেরকে সংবর্ধনা দেয়া হয়। গতকাল বুধবার বিকেলে চকরিয়ার হারবাং এর ইনানীতে এ সংবর্ধনা দেয়া হয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে। চকরিয়া উপজেলা, পৌরসভা, পেকুয়া উপজেলা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে যোগ দেন। এরপর এমপি জাফর আলম ও জাহেদুল ইসলাম লিটু মোটর শোভাযাত্রা সহকারে হারবাং থেকে চকরিয়া পৌরশহরে আসেন।
এর আগে সংবর্ধনায় সভাপতিত্ব করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। সভায় প্রধান অতিথি ছিলেন জাফর আলম এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমরুদ্দীন আহমেদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সি. সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন প্রমুখ।
প্রধান অতিথি এমপি জাফর আলম বলেন, কঙবাজার জেলা আওয়ামী লীগের সাথে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। তা অল্পসময়ের মধ্যে কেটে গেছে। এখন থেকে আমরা সবাই এক এবং অভিন্ন। সাম্প্রতিক সময়ে কঙবাজার জেলা আওয়ামী লীগের সাথে সাংসদ জাফর আলমের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করে দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।