চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃ’ত্যু

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৭ মার্চ, ২০২৪ at ১০:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ধানক্ষেতে কাজ করার সময় বন্যহাতির কবলে পড়েন।

বুধবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন। এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার হারবাং ইউনিয়নের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

নিহত বেলাল উদ্দিন (৫২) হারবাং ইউনিয়নের ভাণ্ডারীরডেবা এলাকার জহুর মল্লিক ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, নিজের ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে যান বেলাল উদ্দিন। দুপুরের পর পরই হঠাৎ একটি বন্যহাতি ছুটে এসে বেলাল উদ্দিনের উপর ঝাপিয়ে পড়ে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে বেলালের মৃত্যু হয়।

এ ঘটনায় কামাল নামের আরেক কৃষক আহত হয় বলে জানা যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় মাটি ভর্তি ডাম্পার জব্দ
পরবর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সংবর্ধনা ও ইফতার মাহফিল