চকবাজার এলাকায় ৫০টি ভ্রাম্যমাণ দোকান অপসারণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার এলাকায় চলাচলের পথ আটকে ভোগান্তি সৃষ্টি করার দায়ে ৫০টি ভ্রাম্যমাণ দোকান অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দোকানের বাইরে ফুটপাতে মালামাল রাখার দায়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ এ অভিযান পরিচালনা করেন।

চসিক সূত্রে জানা গেছে, নগরীর চকবাজার এলাকায় অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করায় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বিধায় চসিকের ভ্রাম্যমাণ আদালত অবৈধ ভাসমান দোকানগুলো অপসারণ করে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে
পরবর্তী নিবন্ধঢাকায় ড্রামে লাশ : হত্যার পর করা হয় ২৬ টুকরো