চকবাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাস্ক ও করোনা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ হালিম বাবলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, ডা. বেলায়েত হোসেন ডালি, ডা. সরোয়ার আলম, সালাউদ্দীন কাইছার লাবু, এডভোকেট পারভীন চৌধুরী, বেগম লুৎফুন্নেছা, নুর হোসেন, মোহাম্মদ মহিসন, খাইরুজ্জামান জুনু, একরামুল হক, আবু আহমেদ, জামাল আহমেদ, রঞ্জু মিয়া, ওসমান গণি, জসিম উদ্দীন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, জায়েদ বিন রশিদ, নুরুল আলম শিপু, জসিম উদ্দীন, জসিম বাদশা, সেলিম উদ্দীন, মোহাম্মদ ওসমান, জসিম, আলমগীর, ইউসুফ, লিটন বৈদ্য, সুজন দেব, বাদশা দাশ, টিপু, জিকু, প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রতিটি ওয়ার্ডকে সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। করোনা কালে সরকার অসহায় মানুষের পাশে না দাড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা এবং জামিন বাতিল করে নির্যাতন চালিয়ে বিএনপি দমন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গণমানুষের কথা চিন্তা না করে আওয়ামীলীগ আমলা নির্ভর হয়ে পড়েছে। তিনি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।