নগরীর চকবাজারস্থ গুলজার টাওয়ারের পাশের একটি চাইনিজ রেস্টুরেন্টে গত শনিবার দিবাগত রাত ২ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার স্টেশনের অফিসার শহীদুল ইসলাম।
তিনি বলেন, রাত ২ টার দিকে আগুন লাগার খবর আসে। আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের ঘটনাও নেই।