ঘোড়ায় চড়ে আন্দোলনে আসা সেই হেফাজত কর্মী গ্রেপ্তার

বাঘাইছড়িতে র‌্যাবের অভিযান

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি থেকে নাশকতার মামলায় হেফাজতের হরতাল সমর্থনে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ঘোড়ায় চড়ে অন্দোলনে অংশ নেয়া হাছান ইমামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার রাত আড়াইটায় বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি আমতলী কবিরপুর বড় মাদ্রাসা থেকে হেফাজত কর্মী হাছানকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৩টায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে র‌্যাব সদস্যরা। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটির কোন নিবন্ধন নেই। তাই মাদ্রাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধট্রাইব্যুনাল করে হেফাজতের বিচার দাবি সংসদে
পরবর্তী নিবন্ধশামসুজ্জামান খানসহ বাংলা একাডেমির চারজন করোনা আক্রান্ত