“ঘোষিত দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে”

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৯:৪৯ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, “সাংগঠনিক কাজে গতিশীলতা আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয়ভাবে চূড়ান্ত করা ঘোষিত প্রার্থীর পক্ষেই একসাথে কাজ করতে হবে সবার। আওয়ামী লীগে বিরোধিতার কোনো সুযোগ নেই। অসন্তোষ, মনোমালিন্য এবং নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে কিন্তু বিদ্রোহী প্রার্থী বা সংগঠনের শৃঙ্খলাবিরোধী কোনো কাজই মেনে নেয়া হবে না।”

আজ শনিবার (২ অক্টোবর) সকালে মন্ত্রীর বাসভবনস্থ মিলনায়তনে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণায় নাইক্ষ্যংছড়ি উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, বাইশারী ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সভাপতি খালেদ সরোয়ার হারেস, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যানিং মারমা, দোছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মারমা, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুর রহমান, সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, তসলিম ইকবাল চৌধুরী, ডা. সিরাজুল হক, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাবিব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, জালাল আহমদ, ফখরুল ইসলাম কালু, আবু তাহের বাহাদুর, নুরুচ্ছফা, মতিলাল সূত্রধর, মো. আলম, থোয়াইহ্লা মং মারমা, মিজানুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দীর্ঘদিন পর তৃণমূল নেতাকর্মীরা মতবিনিময় সভায় মিলিত হওয়ায় বক্তারা প্রকাশ্যে কোনো নেতাকর্মীকে জড়িয়ে বক্তব্য না দিলেও দলীয় কয়েকজন শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন।

ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণায় নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগের বিরোধ অনেকটাই প্রকাশ্যে রুপ নিয়েছে বলে দাবি তৃণমূলের নেতাকর্মীদের।

পূর্ববর্তী নিবন্ধসাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে কাল মধ্যরাতে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ৭ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ২