ঘোষণা থেকে সরে এল স্যান্ডর, বন্ধ হচ্ছে না কিডনি ডায়ালাইসিস সেবা

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

সরকারের কাছ থেকে বকেয়া পাওনা না পাওয়ায় কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা দেয় সেবাদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড। পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) আওতায় ঢাকার নিটোর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসে দুটি সেন্টার স্থাপন করে ভারতীয় এ প্রতিষ্ঠান। সেবাদান বাবদ সরকারের কাছ থেকে দুই বছরের পাওনা বকেয়া রয়েছে দাবি করে ৫ জানুয়ারি (আজ) থেকে দুটি সেন্টারেই একযোগে ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর গতকাল মঙ্গলবার রাতে ডায়ালাইসিস সেবা বন্ধের এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এর প্রেক্ষিতে ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে ডায়ালাইসিস সেবা বন্ধ হচ্ছে না। ঢাকা ও চট্টগ্রামের দুটি সেন্টারেই কিডনি ডায়ালাইসিস সেবা চালু থাকছে। গতকাল রাত সাড়ে দশটার দিকে ডায়ালাইসিস সেবাদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেডের ম্যানেজার (হিসাব) নাজমুল হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে পিপিপি কার্যালয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে। বৈঠকে পিপিপি কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর, চমেক হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। চমেক হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) মহোদয়ও জুমের মাধ্যমে সংযুক্ত ছিলেন। বৈঠকে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের বকেয়া পাওনা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন। আশ্বাসের প্রেক্ষিতে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ ৫ জানুয়ারি থেকে কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ হচ্ছে না। ঢাকা ও চট্টগ্রামের দুটি সেন্টারেই এ সেবা যথারীতি চালু থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রামের ৩২ ইউপিতে ভোট আজ
পরবর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জন্য ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন