ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডব ওমান ও ইরানে নিহত ১৩

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ওমান ও ইরানের কয়েকটি অংশে ক্রান্তীয় ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার ওমানের উত্তরাঞ্চলীয় উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে শহীন স্থলে উঠে আসে, এর সঙ্গে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে দেশটির ওই উপকূলীয় অঞ্চলের বিশাল এলাকা পানিতে তলিয়ে যায়, জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
ওমানের কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর আল-বাতিনাহ প্রদেশে সোমবার সাত জনের মুত্যু হয়েছে। এর আগে রোববার পানিতে ডুবে অথবা ভূমিধসে চার জনের মৃত্যু হয়। ইরানে দুই জেলের মৃতদেহ পাওয়া গেছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিসতান-বালুচিস্তানের উপকূলে পাকিস্তান সীমান্তের কাছে আরও তিন জেলে নিখোঁজ রয়েছেন। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছয় জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন। শাহীনের তাণ্ডবে বিদ্যুৎ ব্যবস্থা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফাইজারের টিকার কার্যকারিতা ৬ মাস পর কমে যায়
পরবর্তী নিবন্ধতাইওয়ানের পতন হলে পরিণতি হবে বিপর্যয়কর