ঘুমধুমে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৫২ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজুআমতলী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জব্দ বিপুল ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা।
আটককৃতরা হল কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১ নম্বর ক্যাম্পের এফ-৩ ব্লকের মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ-১২ ব্লকের এনায়েতুর রহমান (২১), ৭ নম্বর ক্যাম্পের সি-১১ ব্লকের নুর আলম (৩০) ও ১ নম্বর ক্যাম্পের সি-১৩ ব্লকের মো. জুবায়ের (২০)। বিজিবি কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মো. আবদুল আজিজ ভূঁইয়া জানান, কতিপয় ইয়াবা পাচারকারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে- এ খবরে বিজিবির রেজুআমতলী সীমান্ত চৌকির (বিওপি) একটি দল বাগানপাড়া ফিশারীঘাট এলাকায় অবস্থান নেয়। পরে ভোররাত সাড়ে ৩টার দিকে ৪ ব্যক্তিকে সীমান্ত এলাকা দিয়ে পায়ে হেটে বাংলাদেশে প্রবেশ করতে দেখে আটক করে। তিনি জানান, আটকের পর ওই ৪ রোহিঙ্গার শরীরে সুকৌশলে বাধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীর কাসেমের ২৫ মিলিয়ন ডলার আনার চেষ্টায় দুদক
পরবর্তী নিবন্ধসাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৫