ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির শিক্ষাসামগ্রী বিতরণ

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

নগরীর ঐতিহ্যবাহী ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির ব্যবস্থাপনায় মহল্লার দুঃস্থ ও দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ এবং এসএসসি২০২২ এ জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান মহল্লা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারী এম এ নাছেরের সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড মেম্বার লায়ন এম আশরাফুল আলম।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনুছ চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহল্লা কমিটির উপদেষ্টা আমিনুর রহমান সওদাগর, আবদুর শুক্কুর, সাবেক সহসভাপতি হুমায়ুন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের দুলাল, তরুণ সমাজসেবক আয়াছউর রহমান, সাবেক অর্থ সম্পাদক রফিকুল বারী চৌধুরী, হাজী আরবান আলী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম সোবহান শাহ। বক্তব্য রাখেন আজিজুর রহমান, আমিনুল ইসলাম জাহিদ, যায়েদ বিন সুলতান, সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও জিপিএ ফাইভ পাওয়া ৪জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
পরবর্তী নিবন্ধস্বাধীন সংগঠনের সভা